নামজারি খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন? নামজারি খতিয়ান যাচাই করে যেকোনো জমির মালিকের নাম, জমির পরিমাণ এবং অন্যান্য তথ্য জানা যায়।
যেকোনো জমির মালিকানা যাচাই করার জন্য নামজারি যাচাই করতে হয়। এছাড়া, জমির পরিমাণ, খতিয়ান নং, দাগ নং ইত্যাদি জানতেও অনেকেই নামজারি যাচাই করতে চান।
অনলাইনে নামজারি খতিয়ান চেক করতে ভূমি সেবা ওয়েবসাইট ভিজিট করতে হবে। আরও বিস্তারিত পদ্ধতি নিম্নরূপ।
নামজারি খতিয়ান অনুসন্ধান
অনলাইনে নামজারি খতিয়ানের তথ্য অনুসন্ধান করার জন্য ভিজিট করুন dlrms.land.gov.bd ওয়েবসাইট। এরপর, নামজারি খতিয়ান সেকশনে ক্লিক করুন। বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। মৌজা/জেএল নং লিখুন বা তালিকা থেকে সিলেক্ট করুন। এরপর, খতিয়ানের তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করে দুইবার ক্লিক করুন।
অথবা, খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করেও খতিয়ান খুঁজে বের করতে পারবেন। এছাড়া, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং বা মালিকের নাম লিখেও খতিয়ান খুঁজে বের করতে পারবেন। খতিয়ান নং জানা না থাকলে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

উপরোক্ত এই পদ্ধতি অনুসরণ করলে যেকোনো জমির নামজারি খতিয়ানের তথ্য খুঁজে বের করতে পারবেন এবং যাচাই করতে পারবেন। চাইলে এখানে থেকেই খতিয়ান সংগ্রহ করার জন্য আবেদন করতে পারবেন।
নামজারি খতিয়ান আবেদন করার নিয়ম
নামজারি খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করত্রে চাইলে শুরুতেই খতিয়ান অনুসন্ধান করতে হবে। এজন্য, জমির বিভাগ, জেলা, উপজেলা/থানা এবং মৌজা নং জানা থাকতে হবে। পাশাপাশি, খতিয়ান নং বা দাগ নং কিংবা মালিকের নাম জানা থাকলে খতিয়ান খুঁজে বের করতে পারবেন।
নামজারি খতিয়ান অনলাইনে চেক করার পদ্ধতি নিম্নরূপ —
- ভিজিট করুন dlrms.land.gov.bd ওয়েবসাইট।
- নামজারি খতিয়ান সেকশনে ক্লিক করুন।
- বিভাগ – জেলা – উপজেলা/থানা সিলেক্ট করুন।
- মৌজা/জেএল নং লিখুন বা তালিকা থেকে খুঁজে সিলেক্ট করুন।
- খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন বা তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করুন।
- অথবা, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নং/মালিকের নাম লিখে সার্চ করুন।
এই ধাপগুলো অনুসরণ করে খতিয়ান খুঁজে বের করতে পারলে খতিয়ানে দুইবার ক্লিক করুন। তাহলে, পপআপ আকারে উক্ত খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানে, জমির মালিকের নাম, জমির পরিমাণ, খতিয়ান নং, দাগ নং ইত্যাদি তথ্য দেখতে পারবেন।

নামজারি খতিয়ান আবেদন করতে চাইলে ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করুন। এরপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করুন। অতঃপর, অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি সেটি সিলেক্ট করুন।
জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন এবং চেকআউট করুন বাটনে ক্লিক করুন। তাহলে, land.gov.bd ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। অতঃপর, একাউন্ট থাকলে লগইন করুন। যদি একাউন্ট না থাকে, তাহলে রেজিস্ট্রেশন করুন।

এরপর, কিছু তথ্য প্রদান করে আবেদন সম্পন্ন করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করতে হবে। যেসব তথ্য প্রদান করতে হবে সেগুলো হচ্ছে —
- আপনার পুরো নাম
- আপনার মোবাইল নাম্বার
- আপনার ই-মেইল অ্যাড্রেস
- আপনার জন্ম তারিখ
- আপনার ঠিকানা
- ক্যাপচা কোড পূরণ এবং পেমেন্ট সম্পন্ন
এই তথ্যগুলো প্রদান করে বিকাশ/ব্যাংক/কার্ড ইত্যাদি মাধ্যম ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট করা হলে আবেদনের একটি কপি ডাউনলোড করতে পারবেন। কপিটি প্রিন্ট করে নিতে হবে।
নির্ধারিত তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদনের কপিটি জমা দিয়ে খতিয়ানের কপি সংগ্রহ করতে পারবেন। আবেদনের ধরনের উপর ভিত্তি করে আবেদন ফি নির্ধারিত হবে।
এছাড়াও পড়ুন —
সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নোত্তর
নামজারি খতিয়ান চেক করার উপায় কী?
নামজারি খতিয়ান চেক করার জন্য dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, নামজারি খতিয়ান সেকশনে ক্লিক করুন। বিভাগ-জেলা-উপজেলা/থানা – মৌজা এবং খতিয়ান সিলেক্ট করুন। এভাবে নামজারি খতিয়ান অনলাইনে চেক করতে পারবেন।
জমির মালিকানা চেক করবো কিভাবে?
জমির মালিকানা চেক করার জন্য dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, নামজারি খতিয়ান সিলেক্ট করুন। সকল তথ্য দিয়ে মালিকের নাম চেক করতে পারবেন।





